তোয়াব খান-নিরন্তর অনুপ্রেরণা
তারিক আনাম খান তোয়াব খান আমার মামা। পারিবারিক আন্তরিক ভাষায় আমার ‘কেলো মামু’। তিনি একাধারে আমার মামা। অর্থাৎ মায়ের আপন মামার ছেলে। তিনি আবার আমার আপন ফুফাতো ভাই। বৈবাহিক সূত্রে আবার আমার দুলাভাই। তবে তিনি ছিলেন আমার কেলো মামু। হয়তো কেলো মামুর মধ্যে অদ্ভুত এক নিবিড়তা, এক আপন গন্ধ…